শরীয়তপুরে ১৩ নভেম্বরকে কেন্দ্র করে চিকন্দী আইনজীবী সমিতি ও এক আইনজীবীর চেম্বারে বোমা হামলার ঘটনা ঘটেছে। রবিবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চিকন্দী এলাকায় এ ঘটনা ঘটে। এতে আইনজীবী সমিতির ভবন ও অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারের দেয়াল ও সাটার ক্ষতিগ্রস্ত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে বোমার আলামত উদ্ধার করেছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার সকালে চিকন্দী আইনজীবী সমিতির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
শরীয়তপুর জেলা জজকোর্টের ভিপি জিপি এবং চিকন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনির বলেন, “১৩ নভেম্বর ঘিরে আতঙ্ক ও ভয়ভীতি সৃষ্টি করার জন্যই আমার চেম্বারে বোমা হামলা করা হয়েছে।”
চিকন্দী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নান তালুকদার বলেন, “রাতের অন্ধকারে আইনজীবী সমিতির কার্যালয় ও একজন আইনজীবীর চেম্বারে বোমা হামলা অত্যন্ত দুঃখজনক। আমরা এর দ্রুত বিচার দাবি করছি।”
চিকন্দী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সুজন সিকদার বলেন, “রাত ১টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমা সদৃশ কিছু বস্তু উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে, আইনি প্রক্রিয়াও চলমান।”
স্থানীয়রা জানান, ১৩ নভেম্বরের কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় ভয়ভীতি ও উত্তেজনা ছড়াতে এ হামলা চালানো হয়েছে। এতে পুরো এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
বিডি-প্রতিদিন/সুজন