চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় পৃথক পৃথক স্থান থেকে দুটি অজ্ঞাত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) সকাল সাতটা থেকে দশটার মধ্যে এসব লাশ উদ্ধার করা হয়।
হাটহাজারী থানার এসআই সালাউদ্দিন জানান, সোমবার সকাল সাতটার দিকে হাটহাজারী পৌরসভার পশ্চিমে পাহাড়ী এলাকায় জীননুরাইন মাদ্রাসার পাশে সড়কে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় পুলিশকে জানায়। পরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। পুলিশ নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।
এদিকে মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা কার্তিক চন্দ্র বিশ্বাস জানান, সকালে স্থানীয়রা উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের মধুনাঘাট এলাকার পানি উন্নয়ন বোর্ডের স্লুইসগেট এলাকায় এক নারীর লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়। লাশটি প্রায় অর্ধগলিত অবস্থায় ছিলো। ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত করতে কাজ চলছে।
বিডি প্রতিদিন/হিমেল