রাজধানীর পুরান ঢাকার ঢাকা ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে দুর্বৃত্তদের গুলিতে নিহত সেই ব্যক্তির পরিচয় পাওয়া গেছে। তার নাম তারিক সাইফ মামুন (৫৫)।
নিহতের জাতীয় পরিচয়পত্র থেকে জানা যায়, তার বাবার নাম এসএম ইকবাল। বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার মোবারক কলোনী এলাকায়। তিনি বর্তমানে বাড্ডার আফতাব নগরের ভাড়া বাসায় পরিবারের সাথে থাকতেন।
সোমবার (১০ নভেম্বর) বেলা ১১টার দিকে হাসপাতালটির সামনে তারিক সাইফ মামুনকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের পূর্ব পরিচিত ফাইজুল হক অপু জানান, সকালে নিহত ব্যক্তির ফোন থেকে তাকে কল করে ঘটনাটি জানানো হয়। এরপর তিনি কাকরাইল থেকে ঢাকা মেডিকেলে এসে নিহতের পরিচয় শনাক্ত করেন। গাজীপুরে তাদের পরিচয় হয়েছিল।
গুলিতে নিহত ব্যক্তির স্ত্রী বিলকিস আক্তার রীপা জানিয়েছেন, সোমবার সকালে কোর্টে হাজিরা দেয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। পরে সংবাদ পাই তাকে গুলি করা হয়েছে। তবে কি কারণে কেন তারা গুলি করেছেন, সে বিষয়ে আমার কিছু জানা নেই।
ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের ওয়ার্ড মাস্টার মহিবুল্লাহ জানান, বেলা ১১টার দিকে তাদের হাসপাতালের সামনের গোলাগুলির ঘটনা ঘটে। শব্দ শুনে কিছুক্ষণ পর হাসপাতালের মেইন গেটের সামনের রাস্তায় গেলে রক্তাক্ত অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন তারা। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নিজেদের হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি দেখে সেখান থেকে দ্রুত ঢাকা মেডিকেলে পাঠানো হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ