রাজধানীর দক্ষিণ বাড্ডার বাঁশতলা মসজিদ এলাকায় রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় সেতারা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।
রবিবার (৯ নভেম্বর) সন্ধ্যার দিকে দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাতি মেহেদী হাসান জানান, সন্ধ্যার দিকে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি প্রাইভেটকার দাদিকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়া হলে মৃত্যুবরণ করেন।
নিহত সেতারা বেগমের গ্রামের বাড়ি পটুয়াখালী সদরের টিকিট কাটা গ্রামে। তিনি আসমত আলীর মেয়ে ও আজিম উদ্দিনের স্ত্রী। বর্তমানে দক্ষিণ বাড্ডা ৫১২ নম্বর বাসায় পরিবারসহ বসবাস করছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ