রাজধানীর ওয়ারী এলাকায় অভিযান চালিয়ে জাল টাকা তৈরি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন-নূরুল হক (৩২) ও সাইদুল আমিন (২৪)।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, শনিবার রাত ১১টা ৫০ মিনিটে ওয়ারী থানাধীন জুরিয়াটুলি এলাকায় অভিযান চালিয়ে তাদের দু'জনকে গ্রেফতার করে ডিবি-তেজগাঁও বিভাগের একটি টিম। এ সময় তাদের কাছ থেকে ৬ লাখ টাকার জাল নোট, ১৯ লাখ ৭০ হাজার টাকার আসল নোট, একটি টাকা গণনার মেশিন, দুটি স্ট্যাপলিং মেশিন ও দুটি প্যাকেট স্ট্যাপলার পিন জব্দ করা হয়।
ডিবি তেজগাঁও বিভাগের সূত্রে জানা যায়, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়-ওয়ারী থানাধীন জুরিয়াটুলি এলাকার একটি বাসায় দুই ব্যক্তি জাল টাকা নিয়ে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে নূরুল হক ও সাইদুল আমিনকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে ওয়ারী থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিসি তালেবুর রহমান আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে-নূরুল হক ও সাইদুল আমিন দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে বাজারে ছড়িয়ে দিতেন। তাদের আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই