স্কুলের গণ্ডি না পেরোতেই বিয়ের পিঁড়িতে বসেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। বিয়ের এক বছরের মাথায় পুত্রসন্তানের জন্ম হয়। এরপর বিয়ে ভাঙাগড়ার মধ্যে ছেলেকে নিয়ে এগিয়ে চলছে শ্রাবন্তীর জীবন।
এক পডকাস্টে তিনি বলেন, আমার কাছে প্রায়োরিটি খুব জরুরি। সেই সময় আমি ভেবেছিলাম নিজেকে সময় দেব।
অভিনেত্রী বলেন, হয়তো অত ছোট বয়সে বিয়ে করাটা ভীষণ বাড়াবাড়ি, কিন্তু কপালে ছিল। বিয়েটা না করলে হয়তো আমি নিজের ছেলেকে পেতাম না। ঝিনুককে (ছেলে) আমি খুব ছোটবেলায় পেয়েছি।
তার কথায়, আমরা একসঙ্গে বড় হয়েছি। আমি নিজেও খুব ছোট ছিলাম। তখন আমার মনে হয়েছিল ছেলেকে সময় দিই। ওর জন্ম, বড় হওয়া—ছেলের সঙ্গে সময়টা আমি খুব এনজয় করেছি।
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘চ্যাম্পিয়ন’ ছবিতে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন শ্রাবন্তী। তার বিপরীতে ছিলেন জিৎ। বক্স অফিসে দারুণ সফল হয় ছবিটি। শ্রাবন্তী তখন দশম শ্রেণির ছাত্রী। ভালোবাসার টানে বাড়ির অমতে পরিচালক রাজীব কুমার বিশ্বাসকে বিয়ে করেন ১৬ বছর বয়সে। এরপর ১৭ বছর বয়সে স্কুলের গণ্ডি পার করার আগেই মা হয়েছিলেন তিনি।
বিডি প্রতিদিন/কেএইচটি