বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও রাজশাহী-২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচন হবে গণতন্ত্র পুনরুদ্ধার ও ফ্যাসিস্ট নির্মূলের নির্বাচন। এজন্য এই নির্বাচনে নেতাকর্মীদের কোনোভাবেই কোনো ভুল করা যাবে না। সবাইকে সতর্কতার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে নগরীর সাহেববাজার এলাকার একটি চাইনিজ রেস্টুরেন্টের সম্মেলনকক্ষে মহানগর, থানা, ওয়ার্ড বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই প্রমাণ করে দিতে হবে বিএনপি সব চাইতে বাংলাদেশের গণতান্ত্রিক একটি বড় দল। এ লক্ষ্যেই সবাইকে কাজ করতে হবে। যে নেতাকর্মী, যেখানে কাজ ভালো করতে পারবেন তাকে সেখানেই কাজ করতে দেওয়ার জন্য মহানগরের নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান তিনি।
মিনু বলেন, বিগত দিনে কবীর হোসেনের নির্বাচন তারা যেভাবে করতেন ঠিক অনেকটা সেভাবে করতে হবে। বিগত সতেরো বছর ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলকে সংগঠিত করে ফ্যাসিস্ট সরকারের বিদায়ে কাজ করেছেন। তার যোগ্য নেতৃত্বে এখন বিএনপি আরও সুসংগঠিত ও সক্রিয় বলে উল্লেখ করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কিছু কিছু নেতাকর্মীরা দলীয় প্রধানদের ছবি যেখানে সেখানে টানাচ্ছেন। তাদের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। ভবিষ্যতে এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান তিনি। সেই সঙ্গে এসব বিষয়ে মহানগর বিএনপির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন।
তিনি বলেন, বিএনপি একটি বৃহৎ দল। এই দলের মধ্যে প্রতিযোগিতা থাকবেই। কিন্তু দলের নেতাকর্মীদের মধ্যে প্রতিহিংসা নেই। যদি কেউ রাগ করে থাকেন তাহলে সেগুলো ভুলে ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান। সেই সঙ্গে প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় নির্বাচনী কমিটি এবং ভালো এজেন্ট নির্বাচন করার পরামর্শ দেন তিনি। এই কমিটিগুলো পরিচালনা করবেন মহানগরের সিনিয়র নেতৃবৃন্দ।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশীদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা ও নগর বিএনপির সিনিয়র সহসভাপতি নজরুল হুদা প্রমুখ।
বিডি প্রতিদিন/কেএইচটি