লক্ষ্মীপুরের রামগতির মাছঘাটে দুই কেজি ৮০০ গ্রাম ওজনের একটি ইলিশ ১০ হাজার ৮০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার বিকেলে নিলামে উঠালে সর্বোচ্চ দামে মাছটি বিক্রি করা হয়।
এর আগে, বৃহস্পতিবার রাতে সাগরে জাল ফেলে মাছটি শিকার করেন উপজেলার চরগাজী ইউনিয়নের জেলে মনির মাঝি। গত তিনদিন আগে ১৫ জন সঙ্গী নিয়ে তিনি সাগরে মাছ শিকারে যান।
রামগতির মাছ ঘাটের আড়তদার মো. ইয়াসিন বলেন, জেলে মনির মাঝি আমার আড়তে অনেকগুলো ইলিশ মাছ নিয়ে আসেন। তাতে একটি বড় ইলিশ ছিল। নিলামে মাছটির দাম ১০ হাজার ৮০০ টাকা ওঠে। লক্ষীপুরের মাছ ব্যবসায়ী মিজান ব্যাপারী মাছটি কিনে নেন। আমাদের ঘাটে একটি মাছ এত বেশি দামে এ প্রথম নিলামে উঠেছে।
ব্যবসায়ী মিজান বলেন, ২ কেজি ৮০০ গ্রাম ওজনের ইলিশটি ১০ হাজার ৮০০ টাকায় কিনেছি। এটি ঢাকায় পাঠাব। আশা করি ভালো দামে মাছটি বিক্রি করতে পারব।
বিডি প্রতিদিন/কেএ