জুলাই সনদ ও গণভোট নিয়ে মতানৈক্য রাজপথের কর্মসূচিতে মীমাংসা হবে না। জবরদস্তি দিয়ে রাজনৈতিক মতপার্থক্যের নিরসন হবে না। রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ভিত্তিতে সরকারকে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে হবে- এ মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল বিকালে পার্টির নির্বাচন-সংক্রান্ত উপকমিটির সভায় তিনি উপরোক্ত বক্তব্য করেন।
তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট বিষয়ে সৃষ্ট মতানৈক্য রাজপথের কর্মসূচি দিয়ে মীমাংসা করা যাবে না। জাতীয় ঐকমত্য কমিশনে যার নিরসন হয়েছে এখন রাজপথে শক্তি প্রদর্শনের পথে তা সমাধান করা যাবে না। জবরদস্তি বা চাপ প্রয়োগ করে এ মতপার্থক্যের নিরসন করা যাবে না। অধিকাংশ রাজনৈতিক দল যেখানে ফেব্রুয়ারির নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট অনুষ্ঠানে মত দিয়েছে সেখানে সরকারেরও এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি রাজনৈতিক দলগুলোর সাধারণ মতৈক্যের ওপর ভিত্তি করে সংকট উত্তরণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে ঐকমত্য কমিশন ও সরকারের অদূরদর্শিতায় রাজনীতিতে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ও বিভেদ তৈরি হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশন ও সরকারের প্রজ্ঞার অভাবে এই প্রশ্নে বিভেদ ও অনৈক্য আরও বৃদ্ধি পেয়েছে। সরকার নিজেদের দায় এড়িয়ে অপ্রয়োজনীয়ভাবে রাজনৈতিক দলগুলোর দিকে বল ছুড়ে দিয়েছে।
সেগুনবাগিচায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংহতি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য মীর মোফাজ্জল হোসেন মোশতাক, কেন্দ্রীয় সদস্য সিকদার হারুন মাহমুদ, আবুল কালাম আজাদ, যুবরান আলী জুয়েল, জামাল সিকদার, ফিরোজ আলী প্রমুখ।