চট্টগ্রাম মহানগরী ও রাউজান উপজেলায় গুলিতে ছয়জন আহত হওয়ার আলাদা দুই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার নগরীর বায়েজিদ থানার চালিতাতলীতে ইদ্রিস নামে প্রতিবন্ধী এক অটোরিকশাচালকের পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনায় পরে আরমান আলী রাজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বুধবার রাউজানে পাঁচজন গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ইশতিয়াক চৌধুরী অভি, মাহমুদুল হক জ্যাকি ও মো. জনি নামে তিনজনকে র্যাব গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে।