মেহেরপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪টার দিকে জেলা পরিষদ চত্বরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনসার উল হক।
প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি ফয়েজ মোহাম্মদ, মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আলমগীর খান ছাতু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এহান উদ্দিন মনা। আলোচনা সভার পরে একটি র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাহাজীপাড়ার মোড়ে শেষ হয়। এ সময় জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, উপজেলা ও পৌর বিএনপি, স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দসহ পর্যাপ্ত সংখ্যক দলীয় কর্মী উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএম