কাঠমান্ডুতে নেপালের বিপক্ষে খেলা হয়নি হামজা দেওয়ান চৌধুরীর। ১৩ নভেম্বর তিনি ঢাকায় প্রীতি ম্যাচে বাংলাদেশের হয়ে নেপালের বিপক্ষে খেলবেন তা অনেকটা নিশ্চিত। ১০ নভেম্বরই তার ঢাকা পৌঁছানোর কথা। দুই দিনের প্রস্তুতি নিয়ে খেলবেন আলোচিত এ প্রবাসী ফুটবলার। হামজা খেললেও আরেক প্রবাসী সামিত সোম নেপালের বিপক্ষে খেলবেন কি না তা নিশ্চিত নয়। তবে ১৮ নভেম্বর ভারতের বিপক্ষে খেলবেন। ১২ নভেম্বর সামিত ঢাকা না এলে প্রীতি ম্যাচে খেলার সম্ভাবনা নেই। ইতোমধ্যে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে। সেখানে সামিতেরও নাম রয়েছে।