সাতক্ষীরা-৩ (কালীগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনয়ন ইস্যু ঘিরে চতুর্থ দিনের মতো বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেলে কালিগঞ্জ উপজেলা বিএনপি ও ডা. শহিদুল আলমের সমর্থকরা কালো পতাকা মিছিল ও সমাবেশ করেন।
বিক্ষোভকারীরা সাবেক এমপি কাজী আলাউদ্দিনের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক ডা. শহিদুল আলমকে প্রার্থী করার দাবি জানান।
অন্যদিকে একই দাবিতে আশাশুনি উপজেলাতেও বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ করে। বিকেলে গণসংযোগে বের হলে কাজী আলাউদ্দিনের গাড়িবহর কালিগঞ্জে বিক্ষোভকারীদের মুখে পড়ে এলাকা ত্যাগ করেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক