বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির (বিএনডিপি) চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি গভীর সংকটাপন্ন। গণতন্ত্রের মৌলিক অধিকার নিশ্চিত করতে হলে সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ গড়ে তোলা জরুরি। রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সংলাপ ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। গতকাল দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সভায় তিনি এ কথা বলেন।
শেখ মোস্তাফিজুর রহমান বলেন, যদি জুলাই সনদ পাস না হয়, তবে জুলাইয়ে যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মত্যাগ ব্যর্থ হয়ে যাবে। জুলাইয়ে অনেক মানুষ রক্ত দিয়েছে। আমরা রক্তের ওপর দাঁড়িয়ে আছি। জুলাই সনদ পাস করাতে সব রাজনৈতিক দলের উদার মন নিয়ে এগিয়ে আসতে হবে। সংকট সমাধানে চলতি মাসে গণভোটই সমস্যার সমাধান হতে পারে। তিনি বলেন, দেশের উন্নয়ন ও শান্তি নিশ্চিত করতে হলে রাজনৈতিক স্বার্থের ওপর জাতীয় স্বার্থ অগ্রাধিকার দিতে হবে।