পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের তারবেলার মাটির নমুনা পরীক্ষায় প্রায় ৬৩৬ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের স্বর্ণের মজুদ শনাক্ত হয়েছে বলে দাবি করেছেন দেশটির চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও এয়ার করাচির চেয়ারম্যান হানিফ গহর। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
গত সোমবার সংবাদ সম্মেলনে হানিফ গহর জানান, স্বর্ণের এই মজুত দিয়ে পাকিস্তানের সমস্ত বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য যথেষ্ট। বিষয়টি এরই মধ্যে দেশটির বিশেষ বিনিয়োগ সহায়ক পরিষদকে অবহিত করা হয়েছে। জানানো হয়েছে স্টেট ব্যাংক অব পাকিস্তানের গভর্নরকেও।
পাকিস্তানের অর্থ মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্য মতে, ২০২৫ সালের জুন নাগাদ পাকিস্তানের মোট সরকারি ঋণ ২৮৬.৮৩২ বিলিয়ন মার্কিন ডলারে (প্রায় ৮০.৬ ট্রিলিয়ন পাকিস্তানি রুপি) দাঁড়িয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় ১৩ শতাংশ বেশি।
গহর আরও উল্লেখ করেন, স্বর্ণ উত্তোলনের জন্য অস্ট্রেলিয়া ও কানাডার কোম্পানির সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর অনুমোদন মিললেই তারবেলার মাটির নিচ থেকে স্বর্ণ উত্তোলনের কাজ শুরু হবে। তার কথায়, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার সাথে সাথেই তারবেলার মাটি থেকে সোনা উত্তোলনের প্রক্রিয়া শুরু হবে।’
বিডি-প্রতিদিন/শআ