ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া বলেছেন, ‘দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে ইসলামি অনুশাসনের বিকল্প নেই।’ গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘প্রচলিত রাজনীতির মাধ্যমে দেশ-জাতির কল্যাণ কোনো দিনই সম্ভব নয়। কারণ প্রচলিত গণতান্ত্রিক রাজনীতি মানবরচিত অসম্পূর্ণ ব্যবস্থা। মানবতার জন্য, দেশের জন্য, জাতির জন্য, একমাত্র কল্যাণকর ব্যবস্থা হলো মহান আল্লাহর দেওয়া বিধান ইসলাম। এ মহাসত্যটি বুঝতে আমরা যত দেরি করব তত দিন পর্যন্ত আমাদের অশান্তির দাবানলে জ্বলতে হবে।’ তিনি বলেন, ‘আল্লাহভীরু মানুষ শাসকের ভূমিকায় থাকলে তাদের দ্বারা অবিচার হবে না। আখেরাতে বিশ্বাসী মানুষ সমাজ ও রাষ্ট্রে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সব সময় নিজেদের নিয়োজিত রাখেন।’