বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ হাজার শিক্ষার্থীর মাঝে কোরআন শরিফ বিতরণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম। গতকাল মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবির আয়োজিত অনুষ্ঠানে এই কোরআন বিতরণ অনুষ্ঠান হয়।
সাদিক কায়েম বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেধাবীদের সংগঠন। কিন্তু আপনারা দেখেছেন শেখ হাসিনার আমলে কীভাবে আমাদের ওপর নির্যাতন চালানো হয়েছে।
আমাদের ভাইদের কীভাবে নির্বিচারে হত্যা করা হয়েছে। শুধু নামাজ পড়ার কারণে, কোরআন পড়ার কারণে তাদের ওপর অমানুষিক নির্যাতন চালানো হয়েছে। আমরা সেই স্বৈরাচারী শেখ হাসিনাকে হটিয়েছি।
‘এক শিক্ষার্থী এক কোরআন’ স্লোগানে কোরআন বিতরণ কর্মসূচিতে অংশ নিতে আসা সাধারণ শিক্ষার্থীরা ভূয়সী প্রশংসা করেন। রাকিব হাসান নামে এক শিক্ষার্থী বলেন, শিবিরের এ উদ্যোগ খুব ভালো লেগেছে। মহাগ্রন্থ আল কোরআন হাতে পেয়ে আমরা খুবই খুশি।
বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সেক্রেটারি মনিরুল ইসলাম বলেন, সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির উদ্দেশ্যে কাজ করে যাচ্ছে ছাত্রশিবির। প্রথম পর্যায়ে ২ হাজার শিক্ষার্থীর কোরআন দেওয়া হয়েছে। ইনশাআল্লাহ পরবর্তীতে ধারাবাহিকভাবে আরও ১ হাজার শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দেব।