সংযুক্ত আরব আমিরাতে চলছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বোর্ড সভা। চারদিনব্যাপী এই সভা শেষ হবে আগামী ৭ নভেম্বর। জয় শাহ’র সভাপতিত্বে এই সভায় এখনও উপস্থিত হননি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সভাপতি ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নকভি।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সভাকালীন সময় রাজনৈতিক কারণে ব্যস্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নকভি। ইন্ডিয়া টুডের তথ্য অনুযায়ী, আইসিসি এই সভায় ক্রিকেট উন্নয়ন সংক্রান্ত বিষয় ছাড়াও এশিয়া কাপ ট্রফি ইস্যুতে সিদ্ধান্তে পৌঁছাবে। সেখানে অংশ নিলে ট্রফি সংক্রান্ত বিষয় নিয়ে নকভি প্রশ্নের মুখোমুখি হতে পারেন।
দুটো হেডলাইন দাও
পিসিবি সূত্র জানিয়েছে, নকভির অনুপস্থিতির পেছনে শুধু রাজনৈতিক কারণই থাকতে পারে, তবে তা স্পষ্টভাবে জানানো হয়নি। এছাড়া, আইসিসির চেয়ারম্যান হিসেবে জয় শাহর দায়িত্ব নেওয়ার পর থেকে তিনি আইসিসির কোনো সভায় অংশ নেননি।
পিসিবি সূত্র জানিয়েছে, নকভি যদি দুবাই যেতে না পারেন, তবে তিনি শেষ দিনে ভার্চুয়ালি সভায় অংশ নিতে পারে।
এশিয়া কাপ জুড়ে ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের মনোমালিন্যের বিষয়গুলো প্রকাশ্যে এসেছে। টস পরবর্তী দুই অধিনায়কের হাত না মেলানো কিংবা এক দেশের খেলোয়াড়দের বিরুদ্ধে মন্তব্য অনেক সমালোচনা সৃষ্টি করেছে। শেষ পর্যন্ত সুর্যকুমার যাদবরা এসিসি প্রেসিডেন্টের হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম