জাতীয় ঐকমত্য কমিশন এবং অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দলগুলোর ওপর তাদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। গতকাল গণতন্ত্র মঞ্চের সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। সাইফুল হক বলেন, ‘ঐকমত্য কমিশন ও রাজনৈতিক দলগুলোর মধ্যে যে আলোচনা ও বোঝাপড়া হয়েছে, তা সরকারের কাছে উপস্থাপন করতে খোদ কমিশন নিজে ব্যর্থ হয়েছে।’ দলগুলোর অবস্থান বিবেচনা করে সরকারকে এ সংকট মোকাবিলায় কাজ করার দাবি জানিয়ে সাইফুল হক আরও বলেন, ‘অনানুষ্ঠানিকভাবে আগামী কয়েক দিন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যেতে হবে, যাতে ফেব্রুয়ারির নির্বাচন কোনোভাবে বিলম্ব না হয়।’ সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি অশঙ্কা প্রকাশ করে বলেন, ‘সরকার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যদি ন্যূনতম ঐকমত্যকে দাম না দেয়, তাহলে আগামীতে আরও সংকট তৈরি হতে পারে।’
সরকারের কাছে প্রশ্ন রেখে জাসদের (জেএসডি) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তানিয়া রব বলেন, ‘চলমান রাজনৈতিক সমস্যার সমাধানে সরকার কেন দলগুলোকে সাত দিন সময় দিয়েছে? তাদের কর্মযজ্ঞ দেখে মনে হচ্ছে অন্তর্বর্তী সরকার ফেইল (ব্যর্থ) করেছে। অথচ সংস্কার আকাঙ্ক্ষা থেকে ঐকমত্য কমিশনের দায়িত্ব নিয়েছিলেন রাষ্ট্রের বিজ্ঞরা। কিন্তু তাঁরা সমাধানের পথ থেকে দূরে সরে প্রশ্নবিদ্ধ করেছেন কমিশনকে।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, ভাসানী অনুসারী জনশক্তি পার্টির মহাসচিব ড. আবু ইউসুফ সেলিম ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক হাসনাত কাইউম।