আমার এক ছোট ভাই বললো, আজকাল মানুষ শুধু আলাপের জন্য আলাপ করে। মানে কিছু একটা বলতে হবে, তাই বলা। এটা কিন্তু ঠিক না। প্রত্যেকটা আলাপের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকতে হবে। অকারণে কথা খরচ করা যাবে না। অকারণে আলাপ করে সময় নষ্ট করা যাবে না। এই যে আমি আপনার সঙ্গে আলাপ শুরু করলাম, এটা কিন্তু শুধু আলাপের জন্য আলাপ না। এই আলাপের একটা লক্ষ্য আছে, উদ্দেশ্য আছে। আমি মনে করি, প্রতিটি আলাপই এমন হওয়া উচিত। অর্থাৎ বিনা কারণে আলাপ নয়। আমি বললাম, সব ঠিক আছে। এবার তুই আমাকে একটু বল, তুই যে আমার সঙ্গে এখন আলাপ শুরু করলি, এই আলাপের লক্ষ্য এবং উদ্দেশ্য কী। ছোটভাই আমতা আমতা করে বললো, না, মানে কিছু টাকা দরকার ছিল। কিন্তু হঠাৎ করে চাইলে কেমন দেখা যায়, তাই ভাবলাম আগে একটু আলাপ জমাই, তারপর টাকাটা চাই। দেন ভাই, হাজার পাঁচেক হলেই চলবে। ছোট ভাইয়ের কথায় আমার মেজাজ খারাপ হয়ে গেল। তাই তাকে আলাপ আর লম্বা করার সুযোগ না দিয়ে নিজের কাজে চলে গেলাম। কিন্তু একটু পরেই দেখি সে আমার কর্মস্থলে উপস্থিত। আমি বিরক্ত হয়ে কিছু বলার আগেই সে বললো, আপনি যা-ই বলেন ভাই, শুধু আলাপের জন্য আলাপ করা আসলেই অনুচিত। প্রতিটি আলাপের একটা লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা উচিত। আমি বললাম, আমি তো আলাপের লক্ষ্য আর উদ্দেশ্য বুঝে গেছি। এখন তুই যা। আমার কিন্তু মেজাজ খুব খারাপ হয়ে যাচ্ছে। ছোটভাই বললো, আমার লক্ষ্য-উদ্দেশ্য আপনি কীভাবে বুঝলেন? আমি তো আপনাকে কিছুই বলিনি। আমি বললাম, আর কিছু বলতে হবে না। আগে আলাপ জমাবি, তারপর টাকা চাইবি, এই তো? ছোট ভাই বললো, সত্যি বলছি ভাই, আমি টাকা চাওয়ার জন্য আলাপ জমাইনি। কারণ, অলরেডি একজনের কাছ থেকে টাকা পেয়ে গেছি। তবে এটাও ঠিক, বিনা কারণে আলাপ জমাইনি। যেহেতু শুধু আলাপের জন্য আলাপ জমানো অনুচিত। তো আমি আলাপ জমিয়েছি যে কারণে, আপনার মোটরসাইকেলের চাবিটা একটু লাগতো আরকি। আমি এবার তাকে ধমক দিলাম। বললাম আমার চোখের সামনে থেকে বিদায় হতে। ছোটভাই বিদায় হলো। কিন্তু কপাল খারাপ, একটু পরে ঘুরতে ঘুরতে আবার তার মুখোমুখি হয়ে গেলাম। আর সে ঘুরিয়ে ফিরিয়ে আগের প্রসঙ্গই তুললো, ভাই, শুধু আলাপের জন্য আলাপ করা ঠিক না। প্রতিটি আলাপের যৌক্তিক কারণ থাকতে হবে। ওই যে বললাম লক্ষ্য-উদ্দেশ্য, ওই লক্ষ্য আর উদ্দেশ্য থাকতে হবে। আমি বললাম, এক কথা শুনতে শুনতে কান পচে গেছে। কী চাস বল। সে বলল, আমি টাকাও চাই না, মোটরসাইকেলের চাবিও চাই না। বলতে পারেন আপনার সঙ্গে আলাপ শুরুর পেছনে কোনো প্রাপ্তির কোনো লোভ নেই। আমি এখন শুধু কথা বলতেই এসেছিলাম। আমি বললাম, তাহলে কথা তো হলোই। ছোটভাই বলল, আরে আপনার সঙ্গে কথা না। আমার একটা বান্ধবীর সঙ্গে কথা বলব। কিন্তু আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই বলতে পারিনি। দেন, আপনার মোবাইলটা একটু দেন।