তখন আমি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র। সদ্য গ্রাম থেকে এসেছি। ঢাকার ব্যস্ত রাস্তায় এখনো খাপ খেয়ে উঠতে পারিনি। ক্লাসের বন্ধুরা বললো, ‘চল, বইমেলায় যাই।’ আমি ভাবলাম এই তো সুযোগ শহুরে সংস্কৃতির স্বাদ নেওয়ার। ভিতরে সাহিত্যিক হওয়ার সুপ্ত বাসনা তো ছিলই। প্রথমবার বইমেলায় গিয়ে বুঝলাম এটা শুধু বইয়ের মেলা নয়, এ যেন মানুষের মেলা, প্রেমের মেলা, সেলফির মেলা। আর অবশ্যই ফুচকার মেলা। বন্ধুরা বই কিনছে। আমি অটোগ্রাফ নেওয়ার পরিকল্পনা করছি। সেদিন হুমায়ূন আহমেদ আসবেন বলে শুনেছিলাম। অপেক্ষা করতে করতে দেখি, পাশে দাঁড়িয়ে আছেন এক প্রকৃত সাহিত্যপ্রেমী। হাতে তার পঞ্চাশটি বই আর কাঁধে একটা ব্যাগ। আমি তার দিকে তাকিয়ে নিজের খালি ব্যাগের দিকে তাকালাম। হঠাৎ সে বলল, ‘ভাই, হেল্প করেন। এই কয়টা বই একটু ধরেন। আমি পানি খেয়ে আসি।’ আমি বই হাতে দাঁড়িয়ে রইলাম। সে লোক গেল মানে গেলই। আধা ঘণ্টা কেটে গেল তার ফেরার নাম নেই। আমি বইয়ের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছি। আশপাশের বই বিক্রেতারা আমাকে সন্দেহের চোখে দেখছেন। প্রথম দিন এ ঘটনার পর দ্বিতীয়বার বইমেলায় যাওয়ার ব্যাপারে ভাবনায় পড়ে গেলাম। তবে এবার আমি প্রস্তুত। কিন্তু এবার ঝামেলায় পড়লাম অন্যভাবে। তখন এক তরুণ লেখকের নতুন বই বেরিয়েছে। চারদিকে সেই বইয়ের পোস্টার। আমি ভাবলাম, প্রেমের কিছু বুঝি না, পড়লে হয়তো বুঝবো। দাঁড়িয়ে আছি অটোগ্রাফের লাইনে। সামনের এক মেয়ে আমার দিকে তাকিয়ে বললো, আপনিও বুঝি বই পড়ে প্রেম শিখতে এসেছেন? এরপর কী বলব বুঝতে না পেরে চুপ করে রইলাম। ক্রিকেটীয় ভাষায়, বলা যায় বোল্ড আউট হয়ে গেলাম। তবে বইমেলার সবচেয়ে দারুণ ব্যাপার ছিল বন্ধুরা মিলে ঝালমুড়ি খাওয়া আর কে কোন কবিতা বানাতে পারে তার প্রতিযোগিতা। আমার বানানো এক কবিতা ছিল এরকম- তুমি এলে মেলায়/ আমি হারালাম জুতা জোড়া/ তুমি গেলে খালি পায়ে/ রইলাম আমি ফুচকার তলায়। বন্ধুরা হেসে গড়াগড়ি। একজন বলল, ‘আমি নিশ্চিত, তোর কবিতার চেয়ে সেই জুতাটা বেশি দামি ছিল।’
শিরোনাম
- জার্মানিতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- মাদুরোকে ধরার গুপ্তচর নাটক: পাইলটকে প্রলুব্ধ করে ব্যর্থ হলো যুক্তরাষ্ট্র
- বিপর্যয় পেরিয়ে ইতিহাস: আবারও শীর্ষে অ্যাপল
- হাসপাতালে ভর্তি হাসান মাসুদ
- সময় চেয়ে ৪ মাসেও প্রধান উপদেষ্টার সাক্ষাৎ পাননি বিজিএমইএ সভাপতি
- জলবায়ু সম্মেলনের আগে রক্তাক্ত রিও, নিহত ২০
- গাজায় নতুন হামলার নির্দেশ নেতানিয়াহুর
- চসিকের চারজনের বিরুদ্ধে দুদকের চার্জশিট গ্রহণের শুনানি পেছাল
- রাজধানীতে যুবককে কুপিয়ে এক লাখ টাকা ছিনতাই
- হাসিনার ফ্যাসিবাদী যাত্রা শুরু হয় ২৮ অক্টোবরের রক্তাক্ত তাণ্ডব দিয়ে : রিজভী
- ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ‘ড্র’ ২ নভেম্বর
- যুব শক্তিকে জাতীয় মুক্তির হাতিয়ারে পরিণত করবে বিএনপি : প্রিন্স
- যুক্তরাষ্ট্র-চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে ঢাকা : পররাষ্ট্র উপদেষ্টা
- নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতে দ্রুত বডি-অন-ক্যামেরা ক্রয়ের নির্দেশ প্রধান উপদেষ্টার
- বিএনপি-এনসিপি জোট হবে কিনা বলার সময় আসেনি : সালাহউদ্দিন
- বিমান বাহিনীর সাইবার সিকিউরিটি সচেতনতা মাস সমাপ্ত
- সংসদ ব্যর্থ হলে প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে: আলী রীয়াজ
- ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১০৪১
- জাতীয় নির্বাচনের দিনই গণভোট হতে হবে : আমীর খসরু
- ড্যাবের সভাপতি হারুন, মহাসচিব শাকিল
পাঠকের লেখা
বইমেলার স্মৃতি
সাঈদুর রহমান লিটন
প্রিন্ট ভার্সন