কম্পিউটারে ওস্তাদ এক শিশুকে তার মা বিজ্ঞান পড়াচ্ছেন, ‘নিজ অক্ষের ওপর পৃথিবী একবার ঘুরতে সময় নেয় ২৪ ঘণ্টা।’
: এখনো এত সময় নেয়? পৃথিবী নিজেকে এখনো আপগ্রেড করছে না কেন?
► দুই চাপাবাজের মধ্যে আলাপ হচ্ছে-
প্রথম চাপাবাজ : জানিস মাঝে মাঝে ইচ্ছা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটা কিনে ফেলি।
দ্বিতীয় চাপাবাজ : অত সহজ না বন্ধু! ওটা আমি বেচলে তো।
► ভক্ত : আপনার আত্মজীবনীটা পড়ে খুব ভালো লাগল।
লেখক : ধন্যবাদ।
ভক্ত : এ রকম আরও কয়েকটা লিখুন না।
► দুজন দাবা খেলছিল। পাশে দাঁড়িয়ে আরেক ভদ্রলোক পাক্কা দুই ঘণ্টা ধরে তাদের দাবার চাল বলে দিচ্ছিলেন আর তাদের ভুলের সমালোচনা করছিলেন।
শেষমেশ অতিষ্ঠ হয়ে একজন খেলোয়াড় বলল, তা হলে আপনিই খেলুন না।
ভদ্রলোক প্রায় আঁতকে উঠে বললেন, না, না আমার এত ধৈর্য কোথায়!
► ছ্যাঁকা খাওয়া এক প্রেমিককে সান্ত্বনা দিয়ে বন্ধু বলল, ‘আরে দূর, মিলি কোনো মেয়ে হলো? ওর মতো মেয়েকে ভুলতে কয় দিন লাগে? তুই আবার মনের মতো কাউকে পেয়ে যাবি।’
হতাশ প্রেমিক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ‘ভোলার উপায় নাই রে, গত মাসে আমি ওকে ইনস্টলমেন্টে অনেক কিছু কিনে দিয়েছি।’
►
স্ত্রী বলছে স্বামীকে, ‘কাল মা আসবে বেড়াতে।’
স্বামী নীরব।
- মাত্র দুই সপ্তার জন্য।
স্বামী নীরব।
- তুমি শুনছ, কী বললাম?
স্বামী নীরব।
- আমি ঠিকই জানতাম, তুমি রেগে যাবে।
স্বামী দীর্ঘশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে অমনি স্ত্রী বলল, খবরদার, উঁচুগলায় কথা বলবে না আমার সঙ্গে!
► বন্ধু এক : দোস্ত, তুই বড়লোক হয়ে গেলে কি আমাকে ভুলে যাবি?
বন্ধু দুই : না রে, তোর কাছে ২০০ টাকা পাই। তোকে ভোলা সম্ভব না।
- সংগ্রহ : ইশরাত জাহান মীম, সদর, ফরিদপুর।