জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রথমবারের মত স্নাতকোত্তর (সম্মান) পর্যায়ের থিসিস গ্রহণকারী শিক্ষার্থীদের গবেষণা সহায়তা হিসেবে প্রায় ৫০ লক্ষ টাকা বরাদ্দ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
পোস্টে বলা হয়, ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের অধীনে মোট ২৭টি বিভাগের ৩৫৪ জন শিক্ষার্থী এই গবেষণামূলক অনুদানের আওতায় সুবিধা পাবেন।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ এবারই প্রথম।বরাদ্দের মাধ্যমে প্রতিটি থিসিস শিক্ষার্থী ১৪ হাজার ১২৪ টাকা করে অনুদান পাবেন। ২০২৪-২০২৫ অর্থবছরের আওতায় প্রদত্ত এ বরাদ্দ থিসিস শিক্ষার্থীদের বৃত্তি হিসেবে বিবেচিত হবে এবং এই অর্থ শুধুমাত্র গবেষণা-সংক্রান্ত কার্যক্রমে ব্যয় করা হবে।
ওই পোস্টে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই উদ্যোগের ফলে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীরা আর্থিক সহায়তা পাবেন। এটি জবিকে একটি গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সাহায্য করবে। এই পদক্ষেপের ফলে ভবিষ্যতে শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ততা বৃদ্ধি এবং সামগ্রিক গবেষণার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিডি প্রতিদিন/আরাফাত