বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের চলমান তিন দফা দাবিতে আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন এবং একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ওপর নগ্ন হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যক্ষ মো. মাজহারুল হান্নান। গতকাল এক বিবৃতিতে তিনি আরও বলেন, শিক্ষকদের যেখানে মূল বেতন স্কেলের ৪৫ শতাংশ বাড়ি ভাড়া দেওয়া প্রয়োজন সেখানে মাত্র ২০ শতাংশ নিয়ে এত টালবাহানা কেন! তাছাড়া সরকারি শিক্ষক কর্মচারীদের অনুরূপে দেশের প্রচলিত পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা ও উৎসব ভাতা প্রদান এখন সময়ের দাবি। এ দাবিগুলো এতটাই যৌক্তিক যে এ বিষয়ে কালক্ষেপণ না করে অবিলম্বে শিক্ষকের সম্মানজনকভাবে জীবনধারণের প্রতি সর্বাধিক গুরুত্বারোপ করে দাবি বাস্তবায়ন করুন। বিজ্ঞপ্তি