বরিশাল-ঢাকা মহাসড়কের পাশে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয় বলে গৌরনদী মহাসড়ক থানার ওসি আমিনুর রহমান জানিয়েছেন।
উদ্ধার করা লাশটি বাবুগঞ্জ উপজেলার কেদারপুর এলাকার মৃত সফিজউদ্দিনের ছেলে শহীদুল ইসলামের (৫৪)। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিল বলে ওসি জানিয়েছেন।
ওসি বলেন, অজ্ঞাত কোনো যানবাহন ধাক্কায় বাবুগঞ্জ উপজেলার রাকুদিয়া ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর পশ্চিম প্রান্তে সড়কের পাশে পড়েছিলো। মঙ্গলবার বিকেলে এক পথচারী লাশটি দেখে তাদের খবর দেয়। তারা গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। কখন কি যানবাহনে এ ঘটনা ঘটিয়েছে বিস্তারিত কিছু জানেন না বলে ওসি জানিয়েছেন।
বিডি প্রতিদিন/নাজিম