দেশের বাজারে সোনার দাম বেড়ে ভরি ২ লাখ ১৬ হাজার টাকা ছাড়িয়েছে। আজ থেকে নতুন দামে বিক্রি হবে অলংকার তৈরির এ ধাতু। গতকাল এক বিজ্ঞপ্তিতে মূল্য নির্ধারণের খবর জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা গেছে, ২ হাজার ৬১৩ টাকা বৃদ্ধির পর ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ১৬ হাজার ৩৩২ টাকা। ২ হাজার ৪৯৬ টাকা বৃদ্ধির পর ২১ ক্যারেটের প্রতি ভরির দাম হয়েছে ২ লাখ ৬ হাজার ৪৯৯ টাকা। এ ছাড়া ২ হাজার ১৪৬ টাকা বৃদ্ধিতে ১৮ ক্যারেটের ভরির দাম হয়েছে ১ লাখ ৭৭ হাজার ১ টাকা।
সনাতন পদ্ধতিতে ভরিতে ১ হাজার ৮৩১ টাকা বাড়ানোর পর দাম হয়েছে ১ লাখ ৪৭ হাজার ৩৫১ টাকা। সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম।