অমর একুশে বইমেলা ২০২৬ আয়োজনে অনিশ্চয়তা ও বিলম্ব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন লেখক-পাঠক প্রকাশকরা। গতকাল সন্ধ্যায় জাতীয় জাদুঘরে আয়োজিত মতবিনিময় সভায় উদ্বেগের কথা জানান তারা। ‘অমর একুশে বইমেলা ২০২৬ : অনিশ্চয়তার সময়ে লেখক-পাঠক-প্রকাশক’ শীর্ষক সভার আয়োজন করে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস)। সভায় দেশের শীর্ষস্থানীয় প্রকাশক, লেখক, পাঠক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, একুশে গ্রন্থমেলা বাংলাদেশের স্বাধীনতা, ভাষা ও সংস্কৃতির প্রতীক। এটি কেবল বাণিজ্যিক আয়োজন নয়, বরং জাতির আত্মপরিচয়ের সঙ্গে যুক্ত ঐতিহ্য। এই মেলা বাধাগ্রস্ত হলে তা জাতির সাংস্কৃতিক পরাজয়ের শামিল হবে।
সভায় তারা তিনটি দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো- বইমেলা ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারির মধ্যে আয়োজন করতে হবে, সরকার ও বাংলা একাডেমিকে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে, স্বরাষ্ট্র ও সংস্কৃতি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সমন্বয়ের উদ্যোগ নিতে হবে।