বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে মোহাম্মদ আকতার (৩৪) নামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (১২ অক্টোবর) সকালে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের অধীন টহল দলের সদস্য আকতার ৪০ ও ৪১ নম্বর সীমান্ত পিলারের মাঝামাঝি এলাকায় দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনা ঘটে।
বিজিবি সূত্রে জানা গেছে, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই আহত সদস্যকে উদ্ধার করে দ্রুত রামু সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।
একটি গোয়েন্দা সূত্র জানিয়েছে, যেখানে বিস্ফোরণ ঘটেছে, সেটি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির দখলে থাকা অংজান ক্যাম্প সংলগ্ন এলাকা। ধারণা করা হচ্ছে, ওই এলাকায় আরাকান আর্মির সদস্যদের পুঁতে রাখা পুরোনো মাইন থেকেই এই বিস্ফোরণ ঘটে।
সীমান্তে টানা উত্তেজনার প্রেক্ষিতে বিজিবি টহল জোরদার করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। সেই টহলের অংশ হিসেবেই আকতার বাইশফাঁড়ি সীমান্ত এলাকায় দায়িত্ব পালন করছিলেন।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এদিকে স্থানীয়রা জানিয়েছেন, মিয়ানমারে চলমান সংঘর্ষ, আরাকান আর্মির নিয়ন্ত্রণ এবং সীমান্ত এলাকায় পুঁতে রাখা স্থলমাইন ফাঁদের কারণে সীমান্তবর্তী জনপদের সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্রমেই বাড়ছে ঝুঁকি।
বিডি প্রতিদিন/জামশেদ