ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উত্তর দীতপুর গ্রামে ফরহাদ রেজা ও সুমন মিয়ার দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়।
ফরহাদ রেজা দীতপুর গ্রামের সদর উদ্দিন ভূঁইয়ার ছেলে ও শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য এবং সুমন মিয়া একই গ্রামের আলিম উদ্দিনের ছেলে। তারা সম্পর্কে চাচাতো ভাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে ফরহাদ রেজা ও তার চাচাতো ভাই সুমন মিয়ার মধ্যে জমির মালিকানা নিয়ে বিরোধ চলে আসছিল। সকালে জমির দখলকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. মুনির হোসেন বলেন, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন যাবত ফরহাদ মেম্বার ও সুমন মিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। সংঘর্ষের খবর পেয়ে গ্রাম পুলিশসহ কয়েকজন ইউপি সদস্যকে নিয়ে ঘটনাস্থলে গিয়েছি। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম