ভাষা সৈনিক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক ভাইস চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য অ্যাড. আফসার আহমেদ সিদ্দিকীর ২৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যশোর জেলা বিএনপির উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে যশোর প্রেসক্লাব অডিটোরিয়ামে যশোর জেলা বিএনপি এ স্মরণসভা ও মিলাদ মাহফিলের আয়োজন করে।
স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এসময় তিনি বলেন, ভাষা সৈনিক আফসার আহমেদ সিদ্দিকী সারাজীবন দেশ ও মানুষের জন্য রাজনীতি করে গেছেন।
নার্গিস বেগম বলেন, বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে দলটির সাথে জড়িত হয়ে আন্তরিক ও নিষ্ঠার সাথে কাজ করেন। তার কর্মতৎপরতায় যশোর অঞ্চলে বিএনপি তৃণমূল পর্যন্ত শক্তিশালী দল হয়ে ওঠে।
তিনি বলেন, স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে সংকটময় মুহুর্তেও ভাষা সৈনিক আফসার আহমেদ সিদ্দিকী সাহসিকতার সাথে দায়িত্ব পালন করেছিলেন।
জেলা বিএনপির সভাপতি অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবুর সভাপতিত্বে স্মরণসভায় আরও বক্তৃতা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য অ্যাড. ইসহক, অ্যাড. জাফর সাদিক, আব্দুস সামাদ আজাদ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম প্রমুখ।
স্মরণসভা শেষে ভাষা সৈনিক আফসার আহমেদ সিদ্দিকীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/আরাফাত