বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের হাড়বাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রের ফুট ট্রেইলে (কাঠের তৈরি পায়ে হাঁটা উচু পথ) ঘুরে ফিরছে একটি প্রাপ্ত বয়স্ক রয়েল বেঙ্গল টাইগার।
শনিবার এই ফুট ট্রেইলের উপর বনরক্ষীরা বাঘটি দেখতে পান। এসময়ে ওই ফুট ট্রেইলে দেশি-বিদেশি কোন পর্যটক না থাকায় বাঘের আক্রমণের ঘটনা ঘটেনি। বনরক্ষীরা বাঘটি দেখতে পেয়ে হাঁকডাক দিতে থাকেন প্রায় আধা ঘণ্টা পর বাঘটি ফুট ট্রেইল থেকে হেলেদুলে নেমে ওয়ার্ল্ড হ্যারিটেজ এই বনের গহিনে চলে যায়। তবে, সুন্দরবনের কোন ফুট ট্রেইলে বাঘ উঠে ঘুরে ফেরার এটিই প্রথম ঘটনা।
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী এতথ্য নিশ্চিত করেছেন।
ডিএফও আরও জানান, শনিবার সকালে নিয়মিত টহলে থাকা হাড়বাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রের বনরক্ষীরা ফুট ট্রেইলে একটি প্রাপ্ত বয়স্ক বাঘ দেখতে পান। পরে তারা হাঁকডাক দিলে প্রায় আধা ঘণ্টা পর বাঘটি বনের ভিতরে চলে যায়। আগে থেকেই সুন্দরবনের হাড়াবাড়ীয়া অংশে বাঘের অবাধ বিচরণ রয়েছে। হাড়বাড়িয়া ইকোট্যুরিজম কেন্দ্রের দিঘির পাড়ে প্রায়ই বাঘ দেখতে পাওয়া যায়। সুন্দরবনের কোন ফুট ট্রেইলে এবারই প্রথম কোন বাঘ দেখতে পাওয়া গেল। এর আগে কখনও এভাবে কোনো ফুট ট্রেইলে বাঘ দেখা যায়নি বলেও জানান তিনি। তবে, এখন প্রায়শই সুন্দরবনের বিভিন্ন স্থানে বাঘের দেখা মেলে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন