লক্ষ্মীপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (১২ অক্টোবর) সকালে শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের টিকা দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মো. জসীম উদ্দিন।
সিভিল সার্জন মোহাম্মদ আবু হাসান শাহীনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক (ভারপ্রাপ্ত) নাজমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নাহিদ রায়হান প্রমুখ।
স্বাস্থ্য বিভাগ জানায়, জেলায় ৬ লাখ ২৯ হাজার ৯৭৮ জন শিশু-কিশোরকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু-কিশোদের টিকার আওতায় আনা হবে।
বিডি প্রতিদিন/জামশেদ