জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবি নিয়ে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সাতটি দল।
রবিবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকা জেলার কেন্দ্রীয় নেতাকর্মীদের উপস্থিতিতে স্মারকলিপি হস্তান্তর করা হয়।
৫ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো- জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদ নির্বাচনে উভয়কক্ষে পিআর পদ্ধতি চালু করা, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিস্ট সরকারের বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা।
এছাড়া, ইসলামি আন্দোলন বাংলাদেশ জুলাই সনদের সাংবিধানিক বৈধতার জন্য গণভোট দাবি করেছে। খেলাফত মজলিসের নায়েবে আমির আহম্মদ আলি কাসেমী জানিয়েছেন, দাবি আদায়ে দুই দিনের কর্মসূচি নেওয়া হবে।
স্মারকলিপি প্রদান কার্যক্রম ঢাকাসহ সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল