রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে দুই দিনে ২ হাজার ৫৮৬টি মামলা দায়ের করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত বৃহস্পতিবার ও শুক্রবার (৯ ও ১০ অক্টোবর) রাজধানীর বিভিন্ন স্থানে ট্রাফিক বিভাগের নিয়মিত অভিযানে এসব মামলা করা হয়। এ সময় ৫৬৪টি যানবাহন ডাম্পিং এবং ১২৪টি যানবাহন রেকার করা হয়েছে বলেও জানান তিনি।
ডিএমপি সূত্রে আরও জানানো হয়েছে, রাজধানীর সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ট্রাফিক বিভাগের অভিযান চলমান থাকবে।
বিডি প্রতিদিন/জামশেদ