নারায়ণগঞ্জের ফতুল্লায় ঝগড়া থামাতে গিয়ে বিকাশ (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার ফতুল্লা রামারবাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত বিকাশ সুনামগঞ্জ জেলার শাল্লা থানার বড়গাও গ্রামের বারীন্দ্র দাসের ছেলে। তিনি পরিবারের সাথে রামারবাগ এলাকায় বসবাস করতেন।
স্থানীয়রা জানান, নিহত বিকাশের মামাতো বোন ও তার স্বামী ঝগড়া লাগে। যা এক পর্যায়ে হাতাহাতিতে রুপ নেয়। একই বাড়ীতে পাশাপাশি ভাড়া থাকার সুবাদে ঝগড়ার বিষয়টি শুনতে পেয়ে নিহত বিকাশ বোনের রুমে ছুটে যায়। সেখানে গিয়ে সে ঝগড়া থামানোর চেস্টা করে। ঝগড়া থামাতে গিয়ে বিকাশ জানালার সাথে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পরে অচেতন হয়ে যায়। পরে থাকে শহরের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেহানুল ইসলাম বলেন, নিহত বিকাশ একই বাড়ীতে ভাড়ায় বসবাস করা তার মামাতো বোন ও বোনের স্বামীর ঝগড়া থামাতে গিয়ে জানালা সাথে ধাক্কা লেগে মাটিতে পরে যায়। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মামাতো বোন শিল্পি (৩৫) কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ খানপুর হাসপাতালে রয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম