রংপুর নগরীতে মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার বিকেলে নগরীর দর্শনা মোড় থেকে লালবাগগামী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলো- দিনাজপুর হাকিমপুর উপজেলার মধ্যম বাসুদেবপুর গ্রামের মজিবুর রহমানের মেয়ে গয়না বেওয়া (৪০), বড় ডাঙ্গাপাড়াগ্রামের মো. সুমনের স্ত্রী শাহনাজ আক্তার স্বপ্না (২৪), আব্দুল মামুনের স্ত্রীতহমিনা (২৬), বয়েন উদ্দিনের স্ত্রী মাজেদা বেগম (৬০), নুর ইসলামের ছেলেসিএনজি চালক মোঃ সাকিব (২২) ও দক্ষিণ বাসুদেবপুর এলাকার হাসান আলীর ছেলে আলমগীর হাসান (২৫)।
রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাবের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে দর্শনা মোড় থেকেলালবাগগামী সড়কে সন্দেহভাজন সিএনজি থামিয়ে তল্লাশী করে র্যাব। এ সময়সিএনজি’র ভেতরে কৌশলে রাখা ৩১৪ বোতল ফেন্সিডিলসহ ৬ মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করেছে র্যাব।
বিডি প্রতিদিন/এএম