বৈষম্য আর আধিপত্যবাদের আগ্রাসন থেকে আমাদের 'সেফ এক্সিট' দরকার বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম (বীর প্রতীক)।
রবিবার সকালে বরিশালে টাইফয়েড টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বীরমুক্তিযোদ্ধা ফারুক ই আজম বলেন, আমি মুক্তিযুদ্ধ করেছি। এই দেশ ছেড়ে যাওয়ার আমার জায়গা নেই। আমাকে এখানেই থাকতে হবে। দীর্ঘ কয়েক বছরে যে বৈষম্য জনগণের অধিকার বঞ্চনার বিষ ছিল, সে বিষয়গুলো থেকে জাতির সেফ এক্সিট দরকার। আমরা সে লক্ষ্যে আমরা কাজ করছি।
তিনি বলেন, বাংলাদেশ অনেকটা জলাভূমি। টাইফয়েড রোগের প্রধান বাহক দূষিত পানি। টাইফয়েড একটি দুরারোগ্য ব্যাধি। এটা একবার হলে স্বাস্থ্য ভঙ্গুর করে চিন্তাশক্তি নষ্ট করাসহ নানা শারীরিক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। একবার টিকা নিলে টাইফয়েডের ঝুঁকি থেকে নিরাপদ থাকা যায়।
এ সময় উপদেষ্টা টিকা নেওয়ার জন্য সবাইকে উদ্বুদ্ধ করেন।
অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. রায়হান কাওসার, ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. আব্দুস সালাম, বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল, সমাজ সেবার পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের পরিচালক মোহাম্মদ আবুল কালাম, সিভিল সার্জন ডা. এস. এম. মঞ্জুর-এ-এলাহী প্রমুখ উপস্থিত ছিলেন।
টাইফয়েড জ্বর থেকে শিশুকে সুরক্ষিত রাখতে দেশব্যাপী শুরু হওয়া টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। বরিশাল বিভাগে এবার টাইফয়েড টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ লাখ ১৪ হাজার ৭১২ জন।
বিডি প্রতিদিন/কেএ