চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে একদল সশস্ত্র ডাকাত বিয়ে বাড়িতে গিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর ডাকাতদের ফেলে পাওয়া একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার বাড়ির বাসিন্দা আরিফুল ইসলামের বিয়ে হচ্ছিলো পার্শ্ববর্তী কনভেনশন সেন্টারে। বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পর ৮ জনের একটি দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে। পরে তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকা লুট করে নিয়ে যায়।
বিয়ের বর আরিফুল ইসলামের অভিযোগ, ডাকাতরা সবাইকে জিম্মি করে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, নগদ দুই লাখ টাকা ও দুটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়। ঘটনাস্থল থেকে কিছু দূরে পুলিশ থাকলেও তারা কোনো ব্যবস্থা নেয়নি। ডাকাতরা অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায় বলে দাবি করেন তিনি। পরে তারা ব্যাক্তিগত গাড়ি নিয়ে ডাকাতদের ধাওয়া দিলেও তারা পালিয়ে যায়।
এ ব্যাপারে কর্ণফুলী জোনের সহকারী পুলিশ কমিশনার মো. জামাল উদ্দিন চৌধুরী জানান, ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজসহ আনুসাঙ্গিক তথ্য সংগ্রহ করা হয়েছে। এই ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে।
বিডি প্রতিদিন/এএম