নড়াইলের লোহাগড়া উপজেলার কালনা-কামঠানা এলাকায় ‘রূপসী বাংলা’ ট্রেনের ধাক্কায় রিয়াজুল মোল্যা (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিয়াজুল লোহাগড়া উপজেলার মোড়চা উত্তরপাড়ার ফজলুল হক মোল্যার ছেলে। ট্রেনের ধাক্কায় তার মাথাসহ শরীরের বিভিন্ন অংশ ভেঙে যায়।
সূত্রে জানা গেছে, যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ‘রূপসী বাংলা’ ট্রেনটি ঢাকাগামী ছিল। কালনা-কামঠানা এলাকায় পৌঁছালে রেললাইনে দাঁড়িয়ে থাকা রিয়াজুল ট্রেনের ধাক্কায় ছিটকে নিচে পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও লোহাগড়া রেলওয়ে স্টেশন মাস্টার মিহির বালা জানান, রিয়াজুল ট্রেন আসার সময় কানে হাত দিয়ে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এই সময় চলন্ত ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়েন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,'দুর্ঘটনাস্থল রেলওয়ের জায়গায় হওয়ায় রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা পরবর্তী আইনগত ব্যবস্থা নেবে।'
বিডি প্রতিদিন/মুসা