লাহোর টেস্টের প্রথম দিন ছিল পুরোপুরি পাকিস্তানের দখলে। চার ব্যাটারের ফিফটিতে দারুণ সূচনা করেছে স্বাগতিকরা। যদিও ইমাম-উল-হক অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন, তবে দলের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে ৩১৩ রান।
সেঞ্চুরির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ইমাম আউট হন ৯৩ রানে। শেষবার ২০২২ সালের ডিসেম্বরে রাওয়ালপিন্ডিতে ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন তিনি। এবার দক্ষিণ আফ্রিকার বাঁহাতি স্পিনার সেনুরান মুথুসামির বলে টনি ডি জর্জিকে ক্যাচ দিয়ে ফিরতে হয় তাকে। ইনিংসে ছিল ৭টি চার ও একটি ছক্কা।
ইমামের আক্ষেপ থাকলেও পাকিস্তানের ব্যাটিং লাইনআপ একের পর এক শক্ত ভিত্তি গড়েছে। অধিনায়ক শান মাসুদ খেলেন ৭৬ রানের ইনিংস, এর মধ্যে ছিল ৯ চার ও ১ ছক্কা। দ্বিতীয় উইকেটে ইমাম-মাসুদের জুটি এনে দেয় ১৬১ রান। দলীয় ২ রানে আব্দুল্লাহ শফিক ফিরে যাওয়ার পর এই জুটিই দলকে বিপদ থেকে তুলে আনে।
তবে দুজনই তিন অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হন। মাসুদের বিদায়ে জুটি ভাঙার পর ইমামও বেশিক্ষণ টিকতে পারেননি। দ্রুত তিন উইকেট হারিয়ে দলীয় ১৯৯ রানে কিছুটা বিপাকে পড়ে পাকিস্তান।
সেই ধাক্কা সামলান মোহাম্মদ রিজওয়ান ও সালমান আগা। তারা গড়েন ১১৪ রানের অপরাজিত জুটি। প্রথম দিন শেষে রিজওয়ান ৬২ ও সালমান ৫২ রানে ব্যাট করছেন। দ্বিতীয় দিনে এই জুটি বড় সংগ্রহের দিকে নিয়ে যেতে পারবে কি না, সেটাই এখন দেখার বিষয়।
দক্ষিণ আফ্রিকার হয়ে দিনের সেরা বোলার ছিলেন সেনুরান মুথুসামি, তিনি নিয়েছেন ২টি উইকেট।
বিডি প্রতিদিন/মুসা