ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিতর্কিত খসড়া সংশোধন না হলে কঠোর আন্দোলন ঘোষণা করেছেন ঢাকা কলেজের প্রাক্তন ছাত্ররা। ঢাকা কলেজ ঐতিহ্য ও স্বকীয়তা সংরক্ষণ রক্ষা কমিটি সরকারের কাছে ১০ দফা দাবি তুলে ধরেছে। চার দিনের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন এবং পরে বৃহত্তর আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন তারা। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির সহপ্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বিএনপির যুব বিষয়ক সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ, ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি হারুনুর রশিদ হারুন, সাবেক জিএস জাকির হোসেন প্রমুখ। কমিটি দাবি করেছে, ঢাকা কলেজসহ সাতটি সরকারি কলেজের স্বাতন্ত্র্য ও ঐতিহ্য বজায় রেখে শিক্ষাকার্যক্রম প্রতিযোগিতামূলকভাবে চালাতে হবে। কমিটির ১০ দফা প্রস্তাবনার মধ্যে উল্লেখযোগ্য রয়েছে- ঢাকা কলেজের ইতিহাস, ঐতিহ্য ও স্বাতন্ত্র্য সংরক্ষণ করতে হবে।
কলেজের অবকাঠামোসহ এক ইঞ্চি জমিও অন্য প্রতিষ্ঠানের নামে লিখে দেওয়া যাবে না। শিক্ষা-সংকোচনমূলক বাণিজ্যিক বা ব্যক্তিস্বার্থভিত্তিক কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। অক্সফোর্ড, ফেডারেল বা অন্যান্য মডেল অনুসরণে নিয়ন্ত্রণকারী বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে; সাত কলেজ স্বমহিমায় স্বাতন্ত্র্য বজায় রেখে প্রতিযোগিতামূলক শিক্ষাকার্যক্রম চালাতে পারবে। উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের স্বার্থ সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে; ‘নিজভূমে পরবাসী’ বানানোর ষড়যন্ত্র এড়িয়ে চলতে হবে।