কুড়িগ্রামেও প্রথমবারের মতো বিনামূল্যে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন কার্যক্রম শুরু হয়েছে। রবিবার দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে টিসিভি ক্যাম্পেইনের উদ্বোধন করেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ।
এসময় সিভিল সার্জন ডা: স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে,জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নুর নেওয়াজ আহমেদ,ডেপুটি সিভিল সার্জন ডাঃ আ,ন,ম মুহাইমিন,জেলা শিক্ষা অফিসার শফিকুল ইসলাম,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী, জেলা তথ্য অফিসার শাহ জাহান আলী,জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী ও সরকারি বালিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলেনুর বেগম প্রমুখ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বিভিন্ন বয়সের রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীদের টাইফয়েড প্রতিরোধক টাইফয়েড টিকা প্রদান করা হয়।পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী টিকা গ্রহণ করে।
উল্লেখ্য, মাসব্যাপী টিকাদান কর্মসূচি চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। ক্যাম্পেইনের সময় শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণি বা সমমান পর্যন্ত শিক্ষার্থীদের এক ডোজ করে টিকা দেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। এরপর ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী বাকি শিশুদের বাড়ি বাড়ি গিয়ে টিকা দেওয়া হবে। এছাড়া নিবন্ধন চলমান রয়েছে। যেসব শিশুর জন্মসনদ নেই, তাদেরও টিকার জন্য নিবন্ধন করা যাবে। এর জন্য নিকটস্থ টিকা কেন্দ্রের স্বাস্থ্যকর্মীদের সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম