কুড়িগ্রামের রাজারহাটে পুকরের পানিতে পড়ে পৃথকভাবে দুই শিশুর মৃত্যু ঘটেছে। রবিবার দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের একটি ও অপরটি রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকায় অপর শিশু পানি পড়ে মারা যায়।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাবান্দি সরকার পাড়া গ্রামের হাফেজ জাকির ওরফে রুবেল মিয়ার মেয়ে ও তৃতীয় শ্রেণির ছাত্রী জাকিয়া খাতুন(৯)রবিবার (১২অক্টোবর)দুপুরে মাদরাসা থেকে বাড়ি ফিরে পাশের পুকুরে গোসল করতে যায়। কিন্তু গোসল করে আর বাড়িতে ফিরে না আসলে পরিবারের লোকজন তাকে খুঁজতে যায়।পরে বাড়ির পাশের পুকুরের পানিতে তার মরদেহ ভাসতে দেখে পানি থেকে তুলে দ্রুত কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জাকিয়া খাতুনকে মৃত ঘোষনা করেন। এ বিষয়টি ওই ইউনিয়নের চেয়ারম্যান আহসানুল কবির আদিল নিশ্চিত করেন।
অপরদিকে, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের বাবুর বাজার এলাকার সিরাজুল ইসলামের মেয়ে সামিয়া খাতুন (৮)নামে এক শিশু আজ বিকেলে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে মারা যায়।
বিষয়টি রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রায়হান কবির নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম