ঢাকা-ময়মনসিংহ রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন শ্রমিকরা। ফলে সোমবার (১৩ অক্টোবর) সকাল থেকে সব রুটে বাস চলবে।
জনভোগান্তির কথা চিন্তা করে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে পরিবহন মালিক-শ্রমিক ও বৈষম্যবিরোধী ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে এক সভা শেষে রাত ৯টায় ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়া হয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত সেলের ময়মনসিংহ বিভাগের সমন্বয়কারী আল নূর আয়াস জানান, ‘আমরা জনভোগান্তির কথা চিন্তা করে আগে থেকেই বাস চালানোর কথা বলেছিলাম। তারা পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে সেটা ভালো হয়েছে।’
তবে জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের জেলার সহ-সভাপতি আমিনুল হক শামীমের মালিকানাধীন বাস বন্ধের দাবি ছিল বৈষম্যবিরোধীদের। তবে, মালিকপক্ষ সেগুলো চালানোর সিদ্ধান্ত নিয়েছেন।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো. মুফিদুল আলম জানান, ‘সোমবার সকাল থেকে সব বাসই চলবে এবং বিদ্যমান সমস্যা সমাধানে একটি কমিটি করা হয়েছে। আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধান করা হবে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন