কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।
আজ রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৮ এর এম/১৫ ব্লকের মরাপাহাড় এলাকায় অভিযান চালায় ময়নারঘোনা পুলিশ ক্যাম্পের বিশেষ টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে সশস্ত্র সন্ত্রাসীরা অন্ধকারের সুযোগে পাহাড়ি অঞ্চলে পালিয়ে যায়।
পরে এলাকাটি তল্লাশি চালিয়ে পুলিশ একটি দেশীয় তৈরি একনলা বন্দুক, দুই রাউন্ড তাজা গুলি এবং তিনটি গুলির খোসা উদ্ধার করে। উদ্ধারকৃত অস্ত্র ও আলামত পরবর্তী আইনগত পদক্ষেপের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রগুলো জানিয়েছে, সম্প্রতি উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসী তৎপরতা, গুলিবিনিময় ও আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধির কারণে সন্ত্রাসীরা বারবার অবস্থান পরিবর্তন করছে।
৮ এপিবিএনের অফিসার ইনচার্জ (ওসি) বলেন,'রোহিঙ্গা ক্যাম্পে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমাদের অভিযান অব্যাহত থাকবে। অস্ত্রধারী কিংবা সন্ত্রাসীদের উপস্থিতি শনাক্ত হলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।'
বিডি প্রতিদিন/মুসা