রংপুর-৪ আসন পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে গঠিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন বিএনপি, এনসিপি ও জামায়াতে ইসলামীর প্রার্থীরা। বসে নেই ইসলামী আন্দোলনের প্রার্থীও।
বিএনপির মনোনয়নপ্রত্যাশী হলেন- সাবেক এমপি প্রয়াত রহিম উদ্দিন ভরসার ছেলে এমদাদুল হক ভরসা। এ ছাড়া পীরগাছার বিএনপি নেতা আমিনুল ইসলাম রাঙ্গার নামও শোনা যাচ্ছে। এনসিপির মনোনীত প্রার্থী হচ্ছেন দলের সদস্যসচিব আখতার হোসেন, জামায়াতে ইসলামীর মনোনীত প্রাথী এ টি এম আজম খান। ইসলামী আন্দোলনের প্রার্থী জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন। বিএনপির মনোনয়নপ্রত্যাশী এমদাদুল হক ভরসা নাওয়া খাওয়া বন্ধ করে জনগণের কাছে ভোট যাচ্ছেন। দলের নেতা-কর্মীরা মনে করছেন বিএনপি এ আসনে বিপুল ভোটে নির্বাচিত হবে। দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এক লাখের বেশি ভোট পেয়েছিলেন এমদাদুল হক ভরসা।
এমদাদুল হক ভরসা বলেন, বিগত সরকারের সময় জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এবার মানুষ ধানের শীষে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দল মনোনয়ন দিলে তিনি বিপুল ভোটে নির্বাচিত হবেন- এমনটা আশা প্রকাশ করেন তিনি।
জামায়াতে ইসলামীর প্রার্থী এ টি এম আজম খান বলেন, নির্বাচন সামনে রেখে জনগণের কাছে যাচ্ছি। তাদের কাছে জামায়াতে ইসলামীর আদর্শ তুলে ধরে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাচ্ছি। আশা করি জনগণ এবার বিপুল ভোটে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করবেন।
মাঠপর্যায়ে খোঁজ নিয়ে জানা গেছে, এনসিপির আখতার হোসেন নিজ এলাকায় অবস্থান করে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন এলাকায় গণসংযোগ করছেন। দলের নেতা-কর্মীদের আশা এ আসনে এনসিপির প্রার্থী আখতার হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন। তিনি গতকালও বেশ কয়েকটি স্থানে গণসংযোগ করেছেন। নেতা-কর্মীরা মনে করেন উন্নয়নের স্বার্থে এ আসনের মানুষ আখতার হোসেনের পাশে থাকবে এবং তাকে বিজয়ী করবেন।