ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামে নেশার টাকা না পেয়ে নিজেদের ঘর পুড়িয়ে দিয়েছে মাদকাসক্ত রাজু ফকির (২২) নামের এক যুবক। ঘটনাটি ঘটে শনিবার দুপুরে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজুকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।
স্থানীয়রা জানান, সলিথা গ্রামের আজগর আলী ফকিরের মাদকাসক্ত রাজু ফকির নিয়মিত মাদক গ্রহন করত। মাঝে মধ্যেই সে নেশার টাকার জন্য চুরি, ছিনতাই করত। শনিবার দুপুরে পরিবারের কাছে গিয়ে নেশা করার জন্য টাকা দাবি করে। পরিবারের লোকজন তাকে টাকা না দিলে সে তাদের একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ঘরে ছড়িয়ে পড়ে এবং ঘরের সমস্ত মালামাল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে নগরকান্দা ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যাবার আগেই ঘর ও ঘরের মালামাল পুড়ে ভস্মিভুত হয়। স্থানীয়রা মাদকাসক্ত রাজু ফকিরকে আটক করে রাখে। ঘরে আগুন দেবার খবর পেয়ে সেখানে ছুটে যান নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার মো. দবিরউদ্দিন ও থানা পুলিশ।
এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকাসক্ত রাজু ফকিরকে ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবিরউদ্দিন বলেন, রাজু ফকির মাদক গ্রহণের কথা স্বীকার করে। এ কারনে মাদকদ্রব্য আইনে তাকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএম