যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ফোন দিয়ে তার সঙ্গে কথা বলেছেন সদ্য শান্তিতে নোবেল জয়ী মারিয়া কোরিনা মাচাদো। বিষয়টি নিশ্চিত করে ট্রাম্প বলেন, নোবেল পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদো তাকে ফোন করেছেন এবং বলেছেন যে তিনি তার সম্মানেই পুরস্কারটি গ্রহণ করেছেন। খবর রয়টার্সের।
ট্রাম্প দাবি করেছেন, দীর্ঘ দিন ধরেই মারিয়াকে তিনি নানা কাজে সাহায্য করে আসছেন। মারিয়া পুরস্কার পাওয়ায় তিনি খুশি। তার কথায়, আমি তো বলিনি, আমাকে পুরস্কার দাও! ভেবেছিলাম, ও (মারিয়া) পেতেও পারে। আমি অনেক দিন ধরে ওকে সাহায্য করে আসছি। ভেনেজুয়েলার বিপর্যয়ের সময় ওদের অনেক সাহায্যের প্রয়োজন ছিল। আমি খুশি। কারণ, আমি লক্ষ লক্ষ জীবন বাঁচিয়েছি।
এর আগে, নোবেল শান্তি পুরস্কার ট্রাম্পকে উৎসর্গ করেন মারিয়া। জয়ী হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা আজ জয়ের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছি। আর আজ আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন প্রেসিডেন্ট ট্রাম্পকে, আমেরিকার জনগণকে এবং দক্ষিণ আমেরিকার মানুষকে। সারা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোকে আমাদের বন্ধু হিসাবে দরকার। ভেনেজুয়েলার জনগণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে আমি এই পুরস্কার উৎসর্গ করছি।
বিডি-প্রতিদিন/শআ