বিদেশে আশ্রয় প্রার্থনার চেষ্টা করবেন না পেরুর সাবেক প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। আইনপ্রণেতারা তাকে পদ থেকে অপসারণ করার পর শুক্রবার তিনি একথা জানিয়েছেন।
দিনা দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের জন্য একাধিক তদন্তের মুখোমুখি হচ্ছেন বলে জানা গেছে।
দিনাকে অভিশংসনের জন্য ভোটের পরপরই ৩৮ বছর বয়সী পেরুর আইনসভার প্রধান হোসে জেরি প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন এবং ২০২৬ সালের এপ্রিলে নির্বাচন না হওয়া পর্যন্ত দক্ষিণ আমেরিকার দেশটির নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার ওপর ন্যস্ত রয়েছে।
দিনার এই ক্ষমতাচ্যুতিটি ছিল বিক্ষোভ, দুর্নীতির তদন্ত ও নজিরবিহীন সহিংস অপরাধের ঢেউয়ে ভরপুর।
এটি পেরুর রাজনৈতিক অস্থিরতার একটি ধারারই অব্যাহত প্রতিফলন।
দক্ষিণ আমেরিকার এই দেশটিতে গত নয় বছরে সাতজন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, যাদের মধ্যে তিনজনকে কংগ্রেস অপসারণ করেছে।
৬৩ বছর বয়সী দিনা বোলুয়ার্তেকে অর্থপাচার এবং তার পদের অপব্যবহারের অভিযোগের তদন্ত চলাকালীন দেশ ত্যাগ করতে বাধা দেওয়ার দাবি করার পর, তিনি লিমায় তার বাড়ির বাইরে উপস্থিত হয়ে জানান, তিনি বাড়িতেই আছেন।
তিনি সাংবাদিকদের বলেন, সংবাদমাধ্যমে বলা হয়েছে যে, আমি বিদেশে আশ্রয় নিতে চাইছি, এটিই সত্য নয়।
তিনি আরও বলেন, যেসব মামলা তদন্তাধীন, আমি তাদের কোনওটির জন্য দায়ী নই। আমি বাড়িতে আছি ও আমি স্থায়ীভাবে দেশেই থাকব। সূত্র: এএফপি
বিডি প্রতিদিন/একেএ