২০২৭ ওয়ানডে বিশ্বকাপে জায়গা নিশ্চিতে আইসিসি র্যাংকিংয়ে আটের ভেতর থাকতে হবে টাইগারদের। সে হিসেবে আফগানিস্তান সিরিজ মেহেদী হাসান মিরাজদের জন্য অতি গুরুত্বপূর্ণ। যদিও সিরিজের প্রথম ম্যাচে হেরেছে লাল সবুজ দল। বাকি দুই ম্যাচে জেতার বিকল্প নেই তাদের।
আবু ধাবিতে রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানদের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।
তিনি বলেন, ‘ওডিআই আমাদের ফেভারিট ফরম্যাট। এখানে ১০ নম্বরে থাকাটা আশা বাঞ্জ্যক নয়। আরও উপরের দিকে থাকাটা মানায়। আসলে যেটা হয়ে গেছে, সেটা গেছে। এখন কিভাবে পরবর্তী ম্যাচগুলো জেতা যায় সেটাই আমাদের টার্গেট। ২০২৭ বিশ্বকাপে কিভাবে সরাসরি খেলা যায় সেটা মাথায় রাখতে হবে। কোয়ালিফায়ারে খেলা বাংলাদেশের মানায় না।’
প্রথম ম্যাচ হেরে যাওয়াতে আগামীকালের ম্যাচটি বাঁচা-মরা ম্যাচে পরিণত হয়েছে বাংলাদেশের জন্য। সিরিজে ফেরা এবং বিশ্বকাপে সরাসরি খেলার স্বপ্ন টিকিয়ে রাখতে জয় প্রয়োজন মিরাজদের। সাকিব বলেন, ‘জয় ছাড়া আমাদের আর কোনো অপশন নেই। দ্বিতীয় ম্যাচে ১০০ পার্সেন্ট নিয়ে নামতে হবে। আগের ম্যাচে যে ভুল করেছি, সেগুলো নিয়ে কথা বলেছি, কিভাবে ভুল শুধরে খেলা যায়। এই ম্যাচ না জিততে পারলে সিরিজ থেকে বাদ পড়ে যাব আমরা।’
প্রথম ম্যাচে প্রঁচুর ডট খেলেছে বাংলাদেশ। হারের অন্যতম কারণ ছিল এটি। সাকিব বলেন, ‘আমাদের অনেক বেশি ডট বল খেলা হয়ে গেছে, এটা নিয়ে সবাই কনসার্ন। ৫০ ওভারের ম্যাচে আপনি যদি একটা কমপিটিটিভ স্কোর না দিতে পারেন তাহলে জয় পাওয়াটা কঠিন হয়ে যায়। এই উইকেট আমরা কিভাবে স্কোর করতে পারি ওটা নিয়ে আলোচনা করেছি।’
শেখ আবু জায়েদ স্টেডিয়ামের উইকেট নিয়ে সাকিব বলেন, ‘এখানে স্কোর করা কঠিন। স্লো, মাঝে মাঝে এক্সর্টা বাউন্স করে। আমরা মনে হয় বাইরে বাইরে বল করেছি। নেক্সট মিটিংয়ে এটা নিয়ে আলোচনা করেছি। স্ট্যাম্পে বল করবো আমরা।’
বিডি প্রতিদিন/নাজিম